WestBengalBangla

Apr 09 2023, 16:25

*উত্তর দিনাজপুরের ইটাহারে বিধ্বংসী আগুন*

ছুটির দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের ইটাহারে। অগ্নিকাণ্ডের জেরে ভষ্মীভূত হয়ে যায় ১৬টি বাড়ি। অগ্নিকাণ্ডের ফলে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে ৫টি শিশু। ইতিমধ্যেই ওই শিশুদের রাজগঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে দমকলদের অনুমান, রান্না ঘর থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

WestBengalBangla

Apr 09 2023, 13:03

*রোগী মৃত্যু নিয়ে কাঠগড়ায় এম আর বাঙুর হাসপাতাল*

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ছুটির দিনে তুলকালাম এম আর বাঙুর হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত রোগীর পরিবারের লোকেরা। জানা গিয়েছে, মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে ভর্তি হন নিহত রোগী। এরপর রবিবার সকালেই তার মৃত্যুর খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরই পরিবারের লোকেরা এসে বি৭োভ দেখানো শুরু করেছে।

WestBengalBangla

Apr 09 2023, 07:11

*তাপপ্রবাহের সতর্কতা জারি! জানুন আজকের আবহাওয়া*


চৈত্রের শেষ লগ্নে হুহু করে বাড়ছে তাপমাত্রা। ঝড়বৃষ্টি আপাতত উধাও নিয়েছে। রবিবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকব৩৮.৩°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.১° সেলসিয়াস। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

WestBengalBangla

Apr 09 2023, 07:09

*দৈনিক রাশিফল ৯ই এপ্রিল (রবিবার)*


মেষ: ব্যবসায় সাবধানতা অবলম্বন প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে আবেগ বাড়তে পারে।কাজের ব্যাপারে শুভ যোগাযোগ। শরীরে যন্ত্রণা বাড়তে পারে। সন্তান নিয়ে পরিবারে বিবাদ।

বৃষ: শত্রুর কারণে ভয়। তৃতীয় ব্যক্তির কারণে পরিবারে অশান্তি। পথে সাবধানতা অবলম্বন করুন। প্রেমযোগ শুভ।

মিথুন: শরীরে বাড়তে পারে সমস্যা। ব্যবসার দিকে ভালো সময়। সুযোগ কাজে লাগান। কর্মস্থানে চাপ বাড়বে। সম্পত্তি রক্ষায় খরচ বাড়বে। পেটে ব্যথা। প্রেমযোগ শুভ।

কর্কট: প্রেম নিয়ে নানা সমস্যা। সন্তানের জন্য অধিক ব্যয়। মনের মানুষের সঙ্গে সমস্যার কারণে অনুতাপ বাড়বে। বিদেশ ভ্রমণে পরিকল্পনা। কর্মস্থানে গোলযোগ।

সিংহ: আজ ভালো খবর পেতে পারেন। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাঁকা পথে আয়। রক্তচাপ বাড়বে। প্রেম নিয়ে সমস্যা। আর্থিক দিক শুভ।

কন্যা: ব্যবসায় আয় বাড়তে পারে। সঞ্চয় ব্যাপারে কোনো ভালো লোকের সঙ্গে আলোচনা হবে। কোনো কাজের জন্য সম্মানহানির যোগ। বাতের ব্যথার জন্য কষ্ট বাড়তে পারে। প্রেমযোগ শুভ।

তুলা: প্রেম বা দাম্পত্যের মনোমালিন্য মিটে যাওয়ার সম্ভাবনা। ব্যবসার দিকে শুভ। বিভিন্ন কারণে মানসিক যন্ত্রণা। কাজের জন্য বিদেশ ভ্রমণ। গঠনমূলক কাজের জন্য চিন্তা ও উন্নতি। আর্থিকযোগ শুভ।

বৃশ্চিক: অধিক ব্যয়ে পরিবারে অশান্তি। কাজের কারণে উচ্চব্যক্তির সঙ্গে সমস্যা। প্রেমের ক্ষেত্রে বাধা আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ।

ধনু: খেলাধুলায় জয়লাভ। ব্যবসায় গুপ্ত শত্রুর কারণে বিপদ। সম্পদ কেনাবেচার জন্য সময়টি ভালো। প্রেমের ব্যাপারে সাবধান থাকা দরকার। অর্থচাপ আসতে পারে।

মকর: কোনো বিবাদের জন্য কাজের ক্ষতি হতে পারে। প্রেম নিয়ে মনে উদাসীন ভাব। কাজে সাফল্য আসতে পারে। পথে কোনো প্রকার আঘাত লাগতে পারে।

কুম্ভ: বিবাদে সাহসের পরিচয় দিতে পারেন। ব্যবসার দিকে অশান্তি মিটে যেতে পারে। আত্মীয়ের সঙ্গে অশান্তির জন্য মন খারাপ। বিদেশে গবেষণার সুযোগ মিলতে পারে। প্রেমযোগ মিশ্র। আর্থিকযোগে বাধা।

মীন: অতিরিক্ত কাজের জন্য শরীরে ক্লান্তি। ভোগ-বিলাসের জন্য খরচ। প্রেম নিয়ে সংঘাতে জড়িয়ে পড়বেন। পড়াশোনার জন্য ভালো সুযোগ।

WestBengalBangla

Apr 08 2023, 12:22

*জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২*


সপ্তাহের শেষ দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল পূর্ব বর্ধমান জেলায়। ১৯ নং জাতীয় সড়কের মিরছোবা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের, আহত হয়েছেন আরও ২।

এদিকে, দুর্ঘটনার পরে দীর্ঘক্ষণ রাস্তায় মৃতদেহ পরে থাকলেও পুলিশ আসেনি এই অভিযোগে স্থানীয়রা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন ও মৃতদেহ তুলতে বাধা দেন পুলিশকে।এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। অপর ২ জন গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার পর একাধিকবার পুলিশকে ফোন করা হয়।তা সত্ত্বেও প্রায় দেড় ঘন্টা পর পুলিশ আসে। প্রতিবাদে তারা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন ও দেহ তুলতে বাধা দেন। অবরোধের জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ১৯ নং জাতীয় সড়কে।

WestBengalBangla

Apr 08 2023, 12:20

*বিজেপিতে যোগ দেওয়ার প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটলেন তিন মহিলা*


বিজেপিতে (BJP) যোগ দেওয়ার প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটলেন তিন মহিলা। শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট (Balurghat) শহরে প্রায় এক কিলোমিটার দণ্ডি কেটে জেলা তৃণমূল (Trinamool Congress) কার্যালয়ে আসেন তাঁরা। যোগ দেন তৃণমূলে। পরে তাদের হাতে পরে দলীয় পতাকা তুলে দেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। আগামীদিনে তাঁদের হাত ধরে আরও অনেকেই তৃণমূলে যোগ দেবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

এদিকে তৃণমূলে যোগদানকারীরা জানিয়েছেন বিজেপিতে যোগদান করার পরেই তাঁরা তাঁদের ভুল বুঝতে পেরেছেন। তাই নিজেদের ভুল শুধরে নিতে বা ভুলের প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কেটে জেলা কার্যালয়ে এসে তাঁরা তৃণমূলে যোগদান করলেন। আগামীতে তাঁদের সঙ্গে আরও অনেকে যোগদান করবে বলে জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে যাঁরা এদিন তৃণমূলে যোগদান করলেন তাঁরা কেউই বিজেপি করতেন না বলে জানিয়েছেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য। তিনি আরও বলেন, “যদি কেউ তৃণমূলে যোগদান করে থাকে তাহলে তাঁদের ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে যোগদান করানো হয়েছে।”

দণ্ডি কাটার ভিডিও টুইট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি লেখেন, 'তপন গোফানগরের বাসিন্দা মার্টিনা কিস্কু, শিউলি মার্ডি, ঠাকরণ সরেন এবং মালতি মুর্মু গতকাল বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁরা এসটি সম্প্রদায়ভুক্ত। আজ টিএমসি গুন্ডারা তাঁদের টিএমসি-তে ফিরে যেতে বাধ্য করেছে এবং দণ্ডাবত পরিক্রমা করতে বলে তাঁদের শাস্তি দিয়েছে। টিএমসি বারবার আদিবাসীদের অপমান করেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা দৃঢ়ভাবে আমাদের কর্মীদের সঙ্গে রয়েছি। তাঁদের রক্ষা করার জন্য সবকিছু করব।'

WestBengalBangla

Apr 08 2023, 11:55

*আজ শনিবার* *শনি দেবের কৃপা পেতে রাশি মেনে কোনও কাজ করবেন ও কি মন্ত্র পড়বেন তা জেনে নিন*


এই দিনটি সূর্য পুত্র ও কর্মফলদাতা শনিকে উৎসর্গ করা হয়। এদিনের অধিপতি দেবতা শনি। শাস্ত্র মতে শনিবার কর্মফলদাতার পুজো করলে শনি দোষ দূর হয়। আবার শনির পুজোয় কালো তিল, সরষের তেল ও নীল ফুলের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যে জাতকদের কোষ্ঠীতে শনি দোষ, শনির প্রভাব থাকে তাঁরা শনিবার উপোস করলে সুফল পেতে পারেন।

উল্লেখ্য, ২০২৩ সালে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি। যার ফলে কিছু রাশির জাতকদের ওপর শনির প্রভাব পড়বে।

শাস্ত্র মতে শনি যে কোন ব্যক্তির ভালো মন্দ কর্মের বিচার করেন এবং সেই অনুযায়ী ফলাফল প্রদান করেন। যে জাতকরা ভালো কাজ করেন, তাঁদের ওপর সর্বদা শনির আশীর্বাদ থাকে। আবার যাঁরা খারাপ কাজ করেন, তাঁদের শনি দণ্ড দেন। শনি কৃষ্ণের ভক্ত। তাই কৃষ্ণ পুজো করলে শনির দোষের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

২০২৩ সালে (Horoscope 2023) শনির প্রকোপ থেকে বাঁচতে রাশি অনুযায় কী ভাবে তাঁর পুজো করবেন ও কোন মন্ত্র পাঠ করে কর্মফলদাতাকে খুশি করবেন, জেনে নেওয়া যাক।

কোন রাশির জাতক কী করবেন

মেষ - বাড়িতে শ্রী শিব রুদ্রাভিষেক করান।

বৃষ - মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।

মিথুন - দশরথকৃত নীল শনি স্তোত্র পাঠ করুন।

কর্কট - লোহার বাটিতে সরষের তেল ভরে তাতে নিজের মুখ দেখুন

সিংহ - কালো তিল বা গোটা বিউলি দান করুন।

কন্যা - শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রীং প্রৌং সঃ শনৈশ্চরায় নমঃ মন্ত্র নিয়মিত জপ করুন।

তুলা - নিয়মিত শমী গাছে জল দিন ও পুজো করুন।

বৃশ্চিক - শনিবার বা প্রতিদিন কোনও দরিদ্র ব্যক্তিকে যথাসম্ভব সাহায্য করুন।

ধনু - পিঁপড়েকে আটা ও চিনি খাওয়ান।

মকর - দশরথকৃত নীল শনি স্তোত্র পাঠ করুন।

কুম্ভ - শনি নক্ষত্র ও শনি হোরায় উত্তম গুণমানের নীলম রত্ন ধারণ করুন।

মীন - ছোটদের সঙ্গে ভালো ব্যবহার করুন ও মন্দিরের প্রবেশদ্বার পরিষ্কার-পরিচ্ছন্ন করুন।

সৌজন্যে: machinnamasta.in

WestBengalBangla

Apr 08 2023, 11:21

*গরুপাচার মামলায় ফের তলবগ রুপাচার মামলায় অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে*


ফের তলব করল ইডি। আগামী সপ্তাহে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি-র দাবি, এর আগে ২ বার সুকন্যাকে নোটিস পাঠানো হয়। একবার অনুব্রত হেফাজতে থাকাকালীন, আরেক বার তিহাড় জেলে যাওয়ার পর। দু’বারই হাজিরা এড়িয়েছেন অনুব্রত-কন্যা। ইডি-র দাবি, গরুপাচার মামলায় নতুন তথ্য সামনে রেখে এবার সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

WestBengalBangla

Apr 08 2023, 11:20

*শুভেন্দু অধিকারীর সভার আগে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ*


পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় শুভেন্দু অধিকারীর সভার আগে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশের পর, আজ দুপুরে ময়নার বাকচার ইজমালিচকে সভা করবেন শুভেন্দু। গতকাল থেকেই সভার প্রস্তুতি শুরু করেছে বিজেপি।

তৃণমূলের অভিযোগ, শুভেন্দুর সভাস্থলের অদূরে তাদের পতাকা ছিঁড়ে দেন বিজেপি কর্মীরা। যদিও বিজেপির পাল্টা দাবি, সভা বানচাল করতেই নিজেরা পতাকা ছিঁড়ে তাদের নামে অপপ্রচার করছে শাসকদল।

WestBengalBangla

Apr 08 2023, 10:56

*আন্দোলনের জেরে বাতিল ৭২ টি দূরপাল্লার ট্রেন*


৯৬ ঘন্টা পার। অধিকারের দাবিতে এখনও চলছে কুড়মি সমাজের আন্দোলন। প্রায় ৭২ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে রেলপথ। দাবি আদায় না হলে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চালিয়ে যাওবার হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজ। রীতিমতো দুর্ভোগের শিকার যাত্রীরা। শনিবার সাতসকালেও পশ্চিম মেদিনীপুরে খেমাশুলিতে রণপা সহযোগে ঢাক ঢোল পিটিয়ে মিছিল করেন কুড়মি সমাজে মানুষ।

সি আর আই রিপোর্টের ওপর রাজ্য সরকারকে অবিলম্বে জাস্টিফিকেশন পাঠাতে হবে কেন্দ্রের কাছে, মূলত এই দাবি নিয়েই জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করেছে কুড়মি সমাজ। একদিকে খড়্গপুরের খেমাশুলি, অন্যদিকে পুরুলিয়ার কুস্তাউরে অবরোধ কর্মসূচি চলছে।

এই আন্দোলনের জেরে শনিবারও বাতিল করা হয়েছে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, শনিবার প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে ৭২ টি দূরপাল্লার ট্রেন। একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে রেল।

রেল সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর-দিল্লি রাজধানী এক্সপ্রেস, লোকমান্য তিলক, শালিমার সহ বহু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে অথবা যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।